ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

মানি লন্ডারিং প্রতিরোধে এক্সিম ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ১৭ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৭:৩০, ১৭ ডিসেম্বর ২০২০

ট্রেড বেইজড মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক কর্মসূচির আওতায় এক্সিম ব্যাংকে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠিত কর্মশালাটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পরিচালনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। কর্মশালায় মানি লন্ডারিং বিষয়ক মূল বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো মো. ফিরোজ হোসেন 

এছাড়া উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবির এবং শাহ্ মোঃ আব্দুল বারী । প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন এক্সিম ব্যাংকের সকল শাখার ব্যামেলকোবৃন্দ।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি